• facebook
  • twitter
Monday, 25 November, 2024

‘নিউ লুক’ অভিষেকের, রাজকীয় পাঞ্জাবিতে  উপস্থিত মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়

অস্ত্রোপচার-পরবর্তী নির্দেশিকা মেনেই যে তিনি কালো চশমা পরেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও, সোনালি ফুল-ছাপ পাঞ্জাবির সঙ্গে কালো চশমা বেশ মানানসই। সব মিলিয়ে কালীপুজোর রাতে একেবারে অন্য অবতারে দেখা মিললো অভিষেক বন্দোপাধ্যায়ের।

কালীঘাটে মমতার পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কন্যা আজানিয়া। নিজস্ব চিত্র

রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও কোনো চাকচিক্য অথবা আভিজাত্যের ছোঁয়া দেখা যায় না তাঁর পোশাকে। সাদা শার্ট এবং গাঢ় রঙের প্যান্টই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের চেহারা ও ভাবমূর্তির প্রতিফলক। নবজোয়ার যাত্রা থেকে জনগর্জন সভা, দিল্লির ধরনা থেকে নির্বাচনী প্রচার কিংবা লোকসভার সাংসদ হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠান, সব ক্ষেত্রেই অভিষেককে দেখা গিয়েছে সাদামাটা পোশাকেই। তবে কালীপুজোর রাতে মুখ্যমন্ত্রীর অভিষেককে দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে। আড়াই মাসের ‘অজ্ঞাতবাস’ কাটিয়ে একেবারে ‘নিউ লুক’-এ কামব্যাক।

বৃহস্পতিবার কালীপুজোর সন্ধ্যায় কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন অভিষেক। কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়েই তিনি এসেছিলেন পুজোয়। তাঁর পরনে ছিল ফুল ছাপের সিল্কের পাজামা পাঞ্জাবি। ক্রিম রঙের উপর ছোট ছোট সোনালি ফুলের ছাপ গোটা পাঞ্জাবি জুড়ে। গলায় এবং হাতে হালকা-সূক্ষ্ম জরির কারিকুরি।

ক্রিম রঙের পাঞ্জাবির সঙ্গে অভিষেককে দেখা গেল চোখে কালো চশমা পরে থাকতে। আদতে সেটি কোনো ‘শৈলী’ নয়, বুধবার রাতেই সুদূর আমেরিকা থেকে তাঁর চোখের সফল অস্ত্রোপচার সেরে কলকাতায় ফিরেছেন অভিষেক।

সুতরাং অস্ত্রোপচার-পরবর্তী নির্দেশিকা মেনেই যে তিনি কালো চশমা পরেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও, সোনালি ফুল-ছাপ পাঞ্জাবির সঙ্গে কালো চশমা বেশ মানানসই। সব মিলিয়ে কালীপুজোর রাতে একেবারে অন্য রূপে দেখা মিলল অভিষেক বন্দোপাধ্যায়ের। প্রসঙ্গত, সমাজমাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও প্রায় আড়াই মাস প্রকাশ্যে আসেননি অভিষেক। বিদেশ থেকে সুস্থ হয়ে কলকাতায় ফিরেই অভিষেকের ‘নব রূপ’ মন কেড়েছে আম বাঙালির।