• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কুড়ি হাত কালীর উদ্বোধন অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা

মেহমুদ খান বলেন, জামালপুর বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। তিনি নিজে একজন মুসলিম হলেও তাঁকে দুর্গাপূজা, কালীপূজা উদ্বোধন করতে ডাকা হয়। এর জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুড়ি হাত কালীর উদ্বোধন। নিজস্ব চিত্র

কালীপুজো উদ্বোধনে পূর্ব বর্ধমানের জামালপুরে সম্প্রীতির নজির দেখা গেল। জামালপুরে দুটি কালীপূজা উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ও জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। আজ তাঁরা নবগ্রাম কালীমাতা ক্লাবের ২০ হাত কালীর প্রথম উদ্বোধন করেন। তাঁদের সঙ্গে ছিলেন জামালপুর থানার আইসি নিতু সিং, আঝাপুর পঞ্চায়েতের উপ প্রধান অশোক ঘোষ, ওই ক্লাবের সভাপতি সুনীল দাস ও সম্পাদক সুদীপ বিশ্বাস।

বেত্রাগড় শীতলা মাতা ক্লাবের কালী পূজোরও উদ্বোধন করেন মেহেমুদ খান। উদ্বোধনে ছিলেন বিডিও পার্থ সারথী দে,জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। ছিলেন ক্লাবের সভাপতি কুমারেশ ঘোষ, সহ সভাপতি সঞ্জয় নাথ, অচিন্ত পাত্র, শুভঙ্কর দেবনাথ। মেহমুদ খান বলেন, জামালপুর বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে।

তিনি নিজে একজন মুসলিম হলেও তাঁকে দুর্গাপূজা, কালীপূজা উদ্বোধন করতে ডাকা হয়। এর জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি সকলকে কালীপূজা ও দীপাবলীর শুভেচ্ছা জানান।