ভোটের আগে সব রাজনৈতিক নেতারা বিভিন্নরকম প্রতিশ্রুতি দেন। আমাদের দেশে ভোটের সময় প্রতিশ্রুতির ফিরিস্তি শুনে অভ্যস্ত। কিন্তু তাই বলে কম যান না মার্কিন মুলুকের নেতারাও। সেখানেও বিভিন্ন জনজাতিদের স্বার্থে নানারকম প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে। এবার সেরকমই একটি প্রতিশ্রুতি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি কট্টর বামপন্থীদের থেকে হিন্দু আমেরিকানদের রক্ষার প্রতিশ্রুতি দিলেন। শুধু তাই নয়, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করারও বার্তা দিয়েছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি। শুভেচ্ছা জানিয়েছেন দীপাবলির। ট্রাম্প বলেন, ‘সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আমি আশা করি, আলোর উৎসব মন্দের উপর ভালোর বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে!’
প্রসঙ্গত আমেরিকা যুক্তরাষ্ট্রে সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনের প্রাক্কালে ভোটের প্রচারপর্বে তুঙ্গে। একদিকে কমলা হ্যারিস, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প। কে কার দিকে কতটা ঝোল টানতে পারেন, কতটা জন সমর্থন আদায় করতে পারেন, এখন সেই প্রতিযোগিতা চলছে নাগাড়ে। কোথায় কোন জনগোষ্ঠীর মন পেতে কী কী প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই উপলক্ষে হিন্দু আমেরিকানদের সুরক্ষিত রাখার বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি ‘কট্টর বামপন্থীদের ধর্ম বিরোধী এজেন্ডা’ থেকে ধর্মপ্রাণ হিন্দুদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে ভারতের সঙ্গে একটি শক্তিশালী বন্ধনের আশ্বাস দিয়েছেন। ট্রাম্প তাঁর প্রচারপর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সখ্যতার কথা তুলে ধরেছেন। তাঁকে ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মোদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর অংশীদারিত্ব বাড়াবেন।
এবিষয়ে এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমরা হিন্দু আমেরিকানদের উগ্র বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে, আমরা ভারতের সঙ্গে এবং আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করব।’
ট্রাম্প প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘আমি হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাই, যারা বাংলাদেশে জনতার দ্বারা আক্রান্ত ও লুটপাটের শিকার হচ্ছে, যা এখনও সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।’
উল্লেখ্য, শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং বিতর্কিত সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে ক্রমবর্ধমান সরকার বিরোধী বিক্ষোভের জেরে একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে আসেন। শেখ হাসিনা পদত্যাগের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তা সত্ত্বেও সেখানে এখনও হিংসা অব্যাহত। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, কর্মী এবং হিন্দুদের ওপর ক্রমপর্যায়ে আক্রমণ চলছে।
ট্রাম্প আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন ও উপ রাষ্ট্রপতি কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, গোটা বিশ্বে এবং আমেরিকায় তাঁরা (জো বাইডেন ও কমলা হ্যারিস) হিন্দুদের উপেক্ষা করে চলেছেন। তিনি বলেন,’আমি ক্ষমতায় থাকলে এমনটা কখনও হতো না। কমলা এবং জো বিশ্বজুড়ে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, এমনকি আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত একটি বিপর্যয় ডেকে এনেছে। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব!’
তিনি বলেন, ‘কমলা হ্যারিস ক্ষমতায় এলে আরও বেশি নিয়মকানুন এবং বেশি করে কর চাপিয়ে আপনার ছোট ব্যবসা ধ্বংস করে দেবেন। কিন্তু অন্যদিকে দেখুন, আমি ক্ষমতায় থাকাকালীন কর হ্রাস করেছি, নিয়মকানুন শিথিল করেছি, মার্কিন শক্তি মুক্ত করেছি এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটি আবার করব, আগের চেয়ে আরও বড় এবং আরও ভাল-এবং আমরা আমেরিকাকে আবার মহান করে তুলব।”