• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

বাংলাদেশ লজ্জার সিরিজ হারল দক্ষিণ আফ্রিকার কাছে

একই দিনে দু’বার অল আউট

আউট হয়ে ফিরছেন শান্ত প্রোটিয়াদের উল্লাস।

লজ্জার সিরিজে হার মানতে হল বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই হার বাংলাদেশকে অন্যভাবে প্রকাশ করল। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয় পেয়েছিল। আর দ্বিতীয় টেস্টে হার মানতে হল দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস ২৭৭ রানে বাংলাদেশকে। এই পরাজয় বলতেই বাংলাদেশ ক্রিকেটের দৈন্য দশা একেবারে প্রকাশ্যে চলে এলো। মাত্র তিনদিনেই টেস্ট শেষ হয়ে গেল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, একই দিনে দু’বার অলআউট হয়ে গেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে মেহেদি হাসান আর জাকের আলি কিছুটা লড়াই করলেও, কাজে আসেনি।

টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু দক্ষিণ আপ্রিকার ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের উড়িয়ে বড় অঙ্কের রান করেন। টনি জে জর্জি করেন ১৭৭ রান। ১০৬ রান করেন ত্রিস্তান স্টাবস। উইয়ান মুন্ডা ১০৫ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৫৭২ রান।

তার জবাবে বাংলাদেশ খেলতে নেমে মাত্র ১৫৯ রানে প্রথম ইনিংস শেষ করে। মোমিনুল হক ৮২ রান করেন। তাইজুলের ব্যাট থেকে আসে ৪০ রান। আর অন্য ক্রিকেটাররা ১০ রানের গণ্ডি পার করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ৫ উইকেট ভেঙে দেন। ফলো অন নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। ১৪৩ রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের স্কোরবোর্ড থমকে যায়। অধিনায়ক শান্ত ৩৬ রান করেন। হাসান মাহমুদ ৩৮ রানে অপরাজিত থাকেন। কেশব মহারাজ ৫টি আর সেনুরান ৪ উইকেট দখল করেন। বাংলাদেশের লজ্জার হার এক ইনিংস ও ২৭০ রানে। ম্যাচের সেরা হন দক্ষিণ আফ্রিকার ডেজর্জি। দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে ভারতের চাপ বাড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লড়াই করার ক্ষেত্রে।