• facebook
  • twitter
Thursday, 31 October, 2024

কানাডার অমিত শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে উদ্বেগ প্রকাশ আমেরিকার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে কানাডা।  অমিত শাহর বিরুদ্ধে কানাডার হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলে ট্রুডোর দেশ। কানাডার উপ বিদেশমন্ত্রী ডেভিড মরিসনের বক্তব্য, কানাডায় নিজ্জর হত্যা এবং খলিস্তানিদের হত্যা করার জন্য দেশের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  এ বার সেই অভিযোগ নিয়ে  প্রতিক্রিয়া জানাল আমেরিকা। বৃহস্পতিবার বাইডেন সরকারের বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, 'এই অভিযোগ খুবই উদ্বেগজনক। এই বিষয়ে আমরা কানাডার সঙ্গে কথা বলব।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে কানাডা।  অমিত শাহর বিরুদ্ধে কানাডার হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলে ট্রুডোর দেশ। কানাডার উপ বিদেশমন্ত্রী ডেভিড মরিসনের বক্তব্য, কানাডায় নিজ্জর হত্যা এবং খলিস্তানিদের হত্যা করার জন্য দেশের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  এ বার সেই অভিযোগ নিয়ে  প্রতিক্রিয়া জানাল আমেরিকা। বৃহস্পতিবার বাইডেন সরকারের বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘এই অভিযোগ খুবই উদ্বেগজনক। এই বিষয়ে আমরা কানাডার সঙ্গে কথা বলব।’

 
অমিত শাহর বিরুদ্ধে কানাডার অভিযোগ প্রকাশ্যে আসতেই ভারত-কানাডা কূটনৈতিক বিবাদ নতুন দিকে মোড় নেয়\। যদিও এই অভিযোগের ভিত্তিতে কোনও প্রমাণ দিতে পারেনি কানাডা। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, ভারত ও কানাডার মধ্যে তীব্র কূটনৈতিক বিবাদের মূলে রয়েছেন একজন  ঊর্ধ্বতন কর্মকর্তা’। তাঁর নির্দেশেই ভারতীয় গোয়েন্দা সংস্থা কানাডায় খলিস্তানিদের হত্যার অভিযান শুরু করে। হরদীপ সিং নিজ্জর হত্যা সেই অভিযানেরই অংশ। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, কানাডার পার্লামেন্টারি কমিটির সামনেই মরিসন এই তথ্য প্রকাশ্যে আনেন।  ভারত সরকার ইতিমধ্যেই কানাডার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে। 
 

নিজের বক্তব্যের ভিত্তিতে কোন  তথ্য বা প্রমাণ না দিয়ে ডেভিড মরিসন বলেছিলেন, ‘এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন, ভারতের যে শীর্ষ নেতার অনুমোদনে কানাডায় খলিস্তানিদের উপর হামলার ঘটনা ঘটছে সেই ব্যক্তি অমিত শাহ কিনা। আমি নিশ্চিত করেছি হ্যাঁ অমিত শাহ-ই সেই ব্যক্তি। ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধ নিয়ে দুই সপ্তাহ আগে কমিটির সামনে হাজির হয়েছিলেন মরিসন। মরিসনের ওই বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে  ভারত -কানাডা সংঘাতের  পরিস্থিতি তৈরি হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তারই মধ্যে ওয়াশিংটনের এই বিবৃতি মোদী সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করছে কূটনৈতিক মহল। ।

কানাডা ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মাকে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় অন্যতম মাথা বলে কানাডা ঘোষণা করেছিল, এর পরে ভারত ভার্মা-সহ আরও পাঁচজন ভারতীয় কূটনীতিককে প্রত্যাহার করে। ভারত কঠোরভাবে অভিযোগ প্রত্যাখ্যান করে। খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারকে ভারত সন্ত্রাসবাদী হিসাবে আগেই ঘোষণা করেছিল। ২০২৩ সালের জুন মাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এরপরই ভারতের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে সরব হয় কানাডা।

ভারত ও কানাডার সম্পর্ক দিনের পর তলানিতে ঠেকেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ধারাবাহিকভাবে দেশে ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দিচ্ছেন। শুধু তাই নয় জাস্টিন ট্রুডোর সরকার কানাডায় কিছু হিংসার ঘটনায় ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। এর পর ভারত তার কানাডিয়ান হাইকমিশনার এবং অন্যান্য কূটনৈতিক কর্মকর্তাদের প্রত্যাহার করেছে।  খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের কথিত জড়িত থাকার অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে। গত সপ্তাহে ট্রুডো বলেছিলেন, ‘কানাডার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে ভারত বড় ভুল করছে।’ এরপরই সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করা হয়। ভারত-কানাডা বিতর্কে আমেরিকার কানাডার প্রতি প্রচ্ছন্ন সমর্থনের বিষয়টি  কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।