• facebook
  • twitter
Thursday, 31 October, 2024

৮০ হাজার টাকার গন্ডি পেরলো গহনা সোনার দাম, ১ নভেম্বর বন্ধ বুলিয়ান মার্কেট

কলকাতা বুলিয়ান মার্কেটের বাজার বন্ধকালীন সময়ে প্রতি দশ গ্রাম ২৪ ক্যারেট গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৮০ হাজার ১০০ টাকা। গত বুধবারেই প্রথমবার ৮০ হাজারের গন্ডি টপকে যায়। এদিন প্রতি দশ গ্রামের দাম দাঁড়িয়েছিল ৮০ হাজার ২০০ টাকা।

প্রতীকী চিত্র

কোজাগরী লক্ষ্মীপুজোর পরই হু হু করে বাড়ছে সোনা-রূপার বাজারদর। মাঝে ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে আতঙ্ক ছড়ায় বাজারে। সেজন্য ঝড়ের দুই দিন দাম কিছুটা কমে গেলেও ধনতেরাস ও কালীপুজোর মুখে ফের দাম বাড়তে শুরু করেছে। ফলে গত ২৫ অক্টোবর বাজার বন্ধকালীন সময়ে প্রতি দশ ২৪ ক্যারেট পাকা সোনার যে দাম ছিল ৭৮ হাজার ১৫০ টাকা, ২৬ অক্টোবর সেই দাম প্রতি দশ গ্রামে ১০০০ হাজার টাকা বেড়ে হয় ৭৯ হাজার ১৫০ টাকা। একইভাবে গহনা সোনা ও হলমার্ক গহনারও দাম প্রতি দশ গ্রামে যথাক্রমে ৯৫০ টাকা ও ১০০০ টাকা বেড়ে যায়। মাঝে কিঞ্চিৎ ওঠানামা করলেও সেই দাম বৃদ্ধি পেয়ে ৮০ হাজার টাকা ছুঁয়ে যায়।

বৃহস্পতিবার কলকাতা বুলিয়ান মার্কেটের বাজার বন্ধকালীন সময়ে প্রতি দশ গ্রাম ২৪ ক্যারেট গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৮০ হাজার ১০০ টাকা। গত বুধবারেই প্রথমবার ৮০ হাজারের গন্ডি টপকে যায়। এদিন প্রতি দশ গ্রামের দাম দাঁড়িয়েছিল ৮০ হাজার ২০০ টাকা। এদিকে বৃহস্পতিবার বাজার বন্ধকালীন সময়ে প্রতি দশ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭০০ টাকা। আর ২২ ক্যারেট হলমার্ক গহনার দাম দাঁড়িয়েছে ৭৬ হাজার ১৫০ টাকা।

যদিও বুধবার প্রতি দশ গ্রাম পাকা সোনার দাম ছিল ৭৯ হাজার ৮০০ টাকা। আর ২২ ক্যারেট হলমার্ক গহনার দাম ৭৬ হাজার ২৫০ টাকা। প্রসঙ্গত গহনা সোনার দাম ৮০ হাজার টাকার গন্ডি অতিক্রম করে গেলেও পাকা সোনার দাম সামান্য নিচে আছে। তবে বাজারের যে প্রবণতা চলছে, তাতে কয়েকদিনের মধ্যেই ২৪ ক্যারেট পাকা সোনার দামও ৮০ হাজার টাকার গন্ডি টপকে যাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার, ১ নভেম্বর দীপাবলি উপলক্ষে কলকাতার বুলিয়ান মার্কেটে ধর্মকাটা বন্ধ থাকবে। সেজন্য এই দিন সোনারূপার কোনও দর ঘোষিত হবে না।