• facebook
  • twitter
Thursday, 31 October, 2024

কালীপুজোর দিন বড় দুর্ঘটনা এড়াল বোলপুর-শান্তিনিকেতন এক্সপ্রেস

কালীপুজোর দিনে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। একই লাইনে চলে আসে দুটি ট্রেন আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

কালীপুজোর দিনে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। একই লাইনে চলে আসে দুটি ট্রেন, যার জেরে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে খবর, হাওড়া-বর্ধমান কার্ডলাইনের ঝাপানডাঙা স্টেশনের আগে আচমকাই দাঁড়িয়ে পড়ে একটি মালগাড়ি। সেই লাইনেই আসছিল ১২৩৩৭ আপ হাওড়া বোলপুর-শান্তিনিকেতন এক্সপ্রেস। আচমকা মালগাড়িটি দাঁড়িয়ে যাওয়ায় ঠিক তার পিছনে এসে থমকে যায় বোলপুর-শান্তিনিকেতন এক্সপ্রেস। একই লাইনে দুটি ট্রেন এসে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

হাওড়া-বর্ধমান কর্ড শাখার আপ লাইনে হঠাৎই মালগাড়ি থমকে যাওয়ায় বেশ খানিকটা দূরে থমকে যায় আপ শান্তিনিকেতন এক্সপ্রেস। মাঝপথে ট্রেন দাঁড়িয়ে পড়ায় আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। রেললাইনে ভিড় জমে যায়।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ঝাপানডাঙা স্টেশন ঢোকার আগে মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। যার জেরে পিছনে থাকা আপ শান্তিনিকেতন এক্সপ্রেস থেমে যায়। এর সঙ্গে দুর্ঘটনার কোনও আশঙ্কা নেই। কারণ, এখন অটোমেটিক সিগন্যাল সিস্টেমে ট্রেন চলে। মালগাড়ি আটকে পড়ায় পিছনে থাকা শান্তিনিকেতন এক্সপ্রেসটি সিগন্যাল না পেয়েই থেমে গিয়েছিল। এখানে রেলের কোনও যান্ত্রিক ত্রুটি বা সিগন্যালের গন্ডগোল নেই।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ঘটে যায় বেশ কয়েকটি ভয়াবহ রেল দুর্ঘটনা। যার জেরে ট্রেন সফরে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ভীতি কাজ করছে।