• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কালীপুজোর দিন কি ভাসতে চলেছে বঙ্গ ? কী বলছে আবহাওয়া দপ্তর

কলকাতা সহ-দক্ষিণবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। পাশাপাশি, উত্তরবঙ্গের ৫ জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

কালীপুজোর দিন বৃষ্টি হতে পারে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে আজ সকাল থেকেই কলকাতা সহ-পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে দেখা মিলবে মেঘের, হবে বৃষ্টি। কলকাতা সহ-দক্ষিণবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। পাশাপাশি, উত্তরবঙ্গের ৫ জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

অসমে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। দুই জায়গায় তৈরি হয়েছে আপার এয়ার সার্কুলেশন। একটি ওড়িশা ও ছত্তীশগড় সংলগ্ন এলাকায়। অপরটি দক্ষিণ-পশ্চিম আরব সাগরে।

বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?

বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ- হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামী কাল অর্থাৎ শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। আগামী কদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। শনিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, এই সময় থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে চলেছে। বাতাসে আর্দ্রতা কমবে যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণও কমবে।

দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও আজ বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১ নভেম্বর থেকে মালদা, দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।