• facebook
  • twitter
Thursday, 31 October, 2024

অভয়ার বিচারের দাবিতে কনভেনশনের ডাক জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের

এবার সিবিআইয়ের ওপর চাপ বাড়ানোর কৌশল নিল জুনিয়র ডাক্তারদের আরেকটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন।

আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে বুধবার পথে নামে জুনিয়র ডাক্তার ফ্রন্ট। সিবিআইয়ের উপর চাপ বাড়াতে মশাল হাতে সল্টলেকের রাজ্য মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স হাঁটেন তারা। এবার সিবিআইয়ের ওপর চাপ বাড়ানোর কৌশল নিল জুনিয়র ডাক্তারদের আরেকটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন।

আরজি কাণ্ডে দ্রুত ট্রায়াল শুরু করার পাশাপাশি রোগী পরিষেবার মান উন্নত করতে নাগরিক-কনভেনশনের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। আগামী ৯ নভেম্বর এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, অভয়ার মৃত্যুর তিন মাস পূর্তি উপলক্ষেই বিশেষ এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

৯ আগস্ট আরজি কর মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে কর্তব‌্যরত অবস্থায় এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে। ৫৮ দিনের মাথায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মামলায় চার্জশিট দিলেও বুধবার পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি।

দ্রুত বিচারের দাবিতে বুধবার শিয়ালদহের প্রাচী সিনেমার সামনে থেকে শতাধিক জুনিয়র ডাক্তার মিছিন করেন। শিয়ালদহ কোর্ট অবধি মিছিল করেন তাঁরা। অ‌্যাসোসিয়েশনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী বলেন, অভয়ার মৃত্যুর তিন মাস পূর্তি উপলক্ষে নাগরিক-কনভেনশনের ৯ নভেম্বর আরজি করের কাছের কোনও হলে নাগরিক-কনভেনশন হবে।

শহর কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ, মেদিনীপুর, বর্ধমান-সহ রাজ্যের অন্যান্য জেলাগুলির সমস্ত মেডিক‌্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা এই কনভেনশনে যোগ দেবেন। রাজ্যের বহু স্বনামধন‌্য সিনিয়র চিকিৎসক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই কনভেনশনে যোগ দেবেন।