• facebook
  • twitter
Friday, 22 November, 2024

টিপসই নিলেও দেওয়া হত না রেশনের  জিনিস, বিক্ষোভ দত্তপুকুরে

তাঁর দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযুক্ত রেশন ডিলার মানসিক সমস্যায় ভুগছেন। তাই রেশন সামগ্রী পেতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে উপভোক্তাদের। এর আগে অনেকবার উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়ার জন্য সুমনকে বলা হয়েছিল।

প্রতীকী চিত্র

রেশন দোকানে সময় মতো টিপসই নেওয়া হলেও রেশন সামগ্রী হাতে পেতেন না উপভোক্তারা। এই অভিযোগ তুলে মঙ্গলবার রাতে দত্তপুকুরের ময়নাগোদিতে এক রেশন ডিলারের দোকানে চড়াও হল প্রায় আড়াই হাজার মানুষ। তিন মাস ধরে ওই রেশন ডিলারের বিরুদ্ধে রেশনের জিনিস না দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন বিক্ষোভ চলাকালীন দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত রেশন ডিলার সুমন ভদ্র। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দত্তপুকুর থানার পুলিশ।

সব উপভোক্তাদের আঙুলের টিপসই নিয়ে কাগজ দেওয়া হত। কিন্তু রেশন সামগ্রী দিত না রেশন ডিলার। ৩ মাস ধরে এভাবেই চলছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই দোকানে রেশনের জিনিসপত্র এসেছিল। এই খবর পেয়ে সকলে মিলে দোকানে এসে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিও দোকানে আসেন।
উপভোক্তাদের দাবি, সুমনের বিরুদ্ধে খাদ্য দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বারাসাত ১ ব্লকের তৃণমূল সভাপতি হালিমা বিবি। তাঁর দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযুক্ত রেশন ডিলার মানসিক সমস্যায় ভুগছেন। তাই রেশন সামগ্রী পেতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে উপভোক্তাদের। এর আগে অনেকবার উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়ার জন্য সুমনকে বলা হয়েছিল। কিন্তু তিনি কাজে গাফিলতি করেছেন বলে অভিযোগ রয়েছে। এই কারণে মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। পরিস্থিতি সামলাতে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে উপভোক্তাদের মধ্যে রেশন সামগ্রী বণ্টন করে দেন।