• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

মুর্শিদাবাদের সূতিতে শ্যুটআউট! মৃত্যু ব্যবসায়ীর

এদিন আচমকা বাইকে চেপে আসে এক দুষ্কৃতী। ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় সে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

আজ, সকালে মুর্শিদাবাদে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করল দুষ্কৃতী। সূতির এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। ৪০ বছর বয়সী ওই ব্যবসায়ীর নাম বিশু শেখ। বাড়ি সূতি থানার কাশিমনগরে। পেশায় তিনি একজন বিড়ি ব্যবসায়ী। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। কে বা কারা তাঁকে গুলি করেছে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যে সূতি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকা বাইকে চেপে আসে এক দুষ্কৃতী। ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় সে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে ছুটে স্থানীয়রা প্রথমে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করলেও পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিবারের সদস্যরা জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়।