• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ভারত-চীন সীমান্তে সেনা প্রত্যাহারকে স্বাগত জানাল আমেরিকা

মার্কিন বিদেশ মন্ত্রকের দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন যে, ওয়াশিংটন পরিস্থিতির ওপর কঠোরভাবে নজর রাখছে। এবং এই বিষয়ে আমেরিকা ভারতের সঙ্গেও আলোচনা করেছে বলে তিনি জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার

ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনা প্রত্যাহার। এর জেরে সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানাল আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মার্কিন সরকার স্পষ্ট করেছে, এই সেনা প্রত্যাহারের পিছনে তাদের কোনও ভূমিকা নেই।

প্রসঙ্গত পূর্ব লাদাখ সেক্টরের দেপসাং ও ডেমচক এলাকায় সেনা প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে বলে ভারতের প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে। এখন ভারত ও চীনের সেনাবাহিনী সেখানে অবস্থানের কোনও অবকাশ নেই। দুই দেশ একে অপরের দ্বারা পরিকাঠামো অপসারণের বিষয়টি খতিয়ে দেখছে বলে ওই সূত্র মারফত জানা গিয়েছে।

মার্কিন বিদেশ মন্ত্রকের দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন যে, ওয়াশিংটন পরিস্থিতির ওপর কঠোরভাবে নজর রাখছে। এবং এই বিষয়ে আমেরিকা ভারতের সঙ্গেও আলোচনা করেছে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের এই সীমান্ত সমস্যার সমাধানে কোনও ভূমিকা পালন করেনি।

মিলার দৈনিক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘পরিস্থিতির উন্নতির বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এবং আমরা বুঝতে পেরেছি যে, উভয় দেশই সীমান্ত বরাবর দ্বন্দ্বের জায়গা থেকে সেনা প্রত্যাহারের জন্য প্রাথমিক পদক্ষেপ করছে। সীমান্তে যে কোনও ধরনের উত্তেজনা হ্রাসকে আমরা স্বাগত জানাই। আমরা ভারতের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিস্তারিত খবর নিয়েছি। তবে এই সমস্যার সমাধানে আমাদের কোনও ভূমিকা ছিল না।”