• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

আজ গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কর্মসূচিতে রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

প্রকল্পগুলির লক্ষ্য, পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা, অ্যাক্সেসযোগ্যতা উন্নত করা এবং এই অঞ্চলে টেকসই উদ্যোগকে সমর্থন জানানো। এই বছরের কর্মসূচির থিম হল "আত্মনির্ভর ও বিকাশিত ভারতের জন্য রোডম্যাপ"। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ, বুধবার দুইদিনের গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পরিকল্পনা রয়েছে। নর্মদা জেলার একতা নগরে ২৮০ কোটি টাকা ব্যয়ে এইসব প্রকল্পের কাজ করা হবে। পরে আরম্ভ ৬.০-তে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এই প্রকল্পগুলির লক্ষ্য, পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা, অ্যাক্সেসযোগ্যতা উন্নত করা এবং এই অঞ্চলে টেকসই উদ্যোগকে সমর্থন জানানো। এই বছরের কর্মসূচির থিম হল “আত্মনির্ভর ও বিকাশিত ভারতের জন্য রোডম্যাপ”।

তিনি রাষ্ট্রীয় একতা দিবসের প্রাক্কালে ৯৯তম কমন ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থী আধিকারিকদের উদ্দেশ্যে এই ভাষণ দেবেন। প্রসঙ্গত আরম্ভ ৬.০-তে ৯৯ তম কমন ফাউন্ডেশন কোর্সে ভারতের ১৬ টি সিভিল সার্ভিস এবং ভুটানের ৩ টি সিভিল সার্ভিসের ৬৫৩ জন আধিকারিক প্রশিক্ষণে রয়েছেন।

এদিকে, ৩১শে অক্টোবর প্রধানমন্ত্রী স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলকে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরপরেই রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হবে। তিনি একতা দিবসের শপথ নেবেন এবং একতা দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন। যেখানে ৯টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১৬টি কুচকাওয়াজ দল, ৪টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, এনসিসি এবং একটি কুচকাওয়াজ ব্যান্ড থাকবে।

কুচকাওজের বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে এনএসজি-র হেল মার্চ কন্টিনজেন্ট, বি. এস. এফ এবং সি. আর. পি. এফ-এর মহিলা ও পুরুষ বাইক আরোহীদের কয়েকটি সাহসী প্রদর্শনী, বি. এস. এফ-এর ভারতীয় মার্শাল আর্টের সংমিশ্রণে একটি শো, স্কুলের শিশুদের পাইপ ব্যান্ড শো, ভারতীয় বিমান বাহিনীর ‘সূর্য কিরণ’ ফ্লাইপাস্ট।