• facebook
  • twitter
Friday, 27 December, 2024

কলকাতায় ফের দোতলা আন্ডারপাস, উপরে চলবে গাড়ি, নিচে মানুষ

পথচারীদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। রাস্তা পারাপারের সময় অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার সম্মুখীন হন পথচারীরা।

নিউটাউনের টাটা মেডিক্যাল সেন্টার ক্রশিংয়ের কাছে তৈরি হবে একটি দোতলা আন্ডারপাস। এর উপরের তলাটি দিয়ে গাড়ি যাতায়াত করবে এবং নিচের তলাটি থাকবে পথচারীদের চলাফেরার জন্য। দোতলা আন্ডারপাসের পাশাপাশি একাধিক সাবওয়ে তৈরি হবে। পথচারীদের সুবিধার জন্য এই সাবওয়েগুলি তৈরি করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে একটি তৈরি হবে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কাছে। পাশাপাশি ওয়েস্টিন হোটেল, স্মার্ট কানেক্ট ও চিনার পার্কের কাছেও সাবওয়ে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পথচারীদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। রাস্তা পারাপারের সময় অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার সম্মুখীন হন পথচারীরা। এছাড়াও যানজটের কারণে গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় দেরি হয় সাধারণ মানুষের। এই কারণে আন্ডারপাস ও সাবওয়ে তৈরি হচ্ছে।
এই আন্ডারপাসকে মাল্টি টায়ার আন্ডারপাস বলা হয়। এর আগেও নিউটাউনে দোতলা আন্ডারপাস তৈরি হয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নিউটাউনের বিশ্ববাংলা গেটের কাছে এই মাল্টিটায়ার আন্ডারপাসটি চালু হয়েছিল। এই আন্ডারপাসটি তৈরির কাজ শুরু হয়েছিল ২০২২ সালে। এটিই কলকাতার প্রথম মাটির নিচ দিয়ে গাড়ি যাওয়ার টানেল।
এই আন্ডারপাসের মাধ্যমে নিউটাউন, রাজারহাট, বিমানবন্দরগামী গাড়ি যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়েছে। আন্ডারপাসের দ্বিতীয় স্তরটি প্রথম স্তরের অন্তত ৮ মিটার নিচে করা হয়েছে। এর ফলে নিরাপদে হাঁটাচলা করতে পারেন যাত্রীরা। আন্ডারপাসের দুটি স্তরই মাটির নিচে তৈরি করা হয়েছে।