• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কলকাতা শহর বিদ্যার কাছে মায়ের মতো, ভুল ভুলাইয়া থ্রি-র প্রচারে এসে বললেন নিজের মনের কথা

ছবির প্রচারে এসে কালীঘাটে মায়ের কাছে মঙ্গল কামনা করলেন

ভুল ভুলাইয়া৩ প্রচারে বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান। নিজস্ব চিত্র

এই দিওয়ালিতেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে হিন্দী ছবি ভুল ভুলাইয়া থ্রি। তারই প্রচারে কলকাতায় এলেন কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান । বিদ্যা মনে করেন, কলকাতা তাঁর সেকেন্ড হোম। কলকাতা তাঁর কাছে মায়ের শহর। ছবির প্রচারে এসে কলকাতা শহরের বুকে আরজিকর কাণ্ডে তিনিও খুবই হতবাক এ কথা জানাতে ভুললেন না। বাংলা ছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্র জীবন শুরু। তাই তাঁর যেকোনও ছবি মুক্তির আগে কলকাতার দর্শকদের সঙ্গে তিনি দেখা করতে আসেন। এই ছবির ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হয়নি। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে তাঁরা জানালেন কমেডিয়ান মোড়কে এই হরর ছবিতে আবারও কাজ করতে পেরে খুবই খুশি তাঁরা দুজনেই। এই ছবি দর্শকদের মন জয় করবে বলেই তাঁরা মনে করছেন।

এর আগে ভুল ভুলাইয়া টু-র রুহ বাবা চরিত্র কার্তিকের জীবনে একটি মোড় ঘুরিয়ে দেওয়া চরিত্র। তাই ভুলভুলাইয়া থ্রি-তে ও এই চরিত্রটি পেয়ে ভীষণই এক্সাইটেড কার্তিক। মঞ্জুলিকা কে জানতে চাওয়াতে কার্তিক বলেন, ছবিতে দুই মঞ্জুলিকা। একদিকে বিদ্যা বালান, অন্যদিকে মাধুরী দীক্ষিত, সত্যিকারের মঞ্জুলিকাকে জানতে হলে দেখতে হবে ভুলভুলাইয়া থ্রি। ভুলভুলাইয়া এক এবং দুই-এর রেফারেন্স থাকলেও এই গল্প সম্পূর্ণ আলাদা বলেই জানালেন বিদ্যা। এই ছবির জন্য বিদ্যা বালানকে ডায়েট করে রোগা হতে হয়েছে। তবে চিত্রনাট্য বিদ্যার এত ভালো লাগে, আনিস বাজমির পরিচালনার গুনে ফুল অফ এনার্জি নিয়ে শুটিং সেটে ১২ থেকে ১৪ ঘন্টা কিভাবে কাজ করতেন, তা কখনো বুঝতেই পারেননি।

মাধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুন বলেই জানালেন কার্তিক এবং বিদ্যা । তবে বলিউডে ১৫০ কোটি বাজেটের এই ছবি নিয়ে বেশ জল্পনা। ২০০৭ সালে প্রিয়দর্শনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ভুল ভুলাইয়া। সেই ছবিতে অক্ষয় কুমার এবং বিদ্যা বালানের অভিনয় দর্শকদের মন কেড়েছিল । ২০২২-এ ভুলভুলাইয়া টু -তে রুহ বাবার চরিত্রে আমরা দেখতে পাই কার্তিককে। ভুলভুলাইয়া থ্রি-তে ১৭ বছর পর আমরা দেখতে পাবো বিদ্যা বালানকে। তবে ভুলভুলাইয়া থ্রি-তে বদলে গেছে কার্তিকের প্রেমিকা। কিয়ারা আডবাণীর জায়গায় অভিনয় করতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।

ছবির প্রচারে কলকাতায় এসে বিদ্যা এবং কার্তিক ঘুরে বেড়ালেন কলকাতার বিভিন্ন স্থান। কখনো সাংবাদিকের মুখোমুখি, তো কখনো হাওড়া ব্রিজের ট্যাক্সির মাথায় উঠে ফটোগ্রাফারদের পোজ দিলেন । প্রত্যেকবার এসে যেমন কালীঘাটের মাকালীর মন্দির দর্শন করেন, এবারেও তার ব্যতিক্রম হয়নি। মায়ের মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির মঙ্গল কামনা করলেন। বিদ্যা বালান ও কার্তিকের ভূতে বিশ্বাস না থাকলেও ভূত চতুর্দশীতে দর্শকদের ভুতুড়ে মজায় মজিয়ে দিতে চায় ভুলভুলাইয়া থ্রি।