• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আরজি কর কাণ্ডে বিচার চেয়ে ৮০টি সংগঠন নিয়ে তৈরি ‘অভয়া মঞ্চ’

সোমবার দিন তৈরি হয় ৮০টি সংগঠন মিলে তৈরি করা হয় 'অভয়া মঞ্চ'। তারপরই এই সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, তাদের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে।

৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কর্মরত অবস্থায় ট্রেনি চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। আর তারপর থেকেই উত্তাল তিলোত্তমা সহ গোটা দেশ। নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে দেখা যায় বিক্ষোভ কর্মসূচি। আর এবার, নির্যাতিতার বিচারের দাবিতে ‘ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডকটরস’ এবং নাগরিক সমাজের প্রায় ৮০টি সংগঠন একত্রিকরণের পথে হাঁটল, যার নাম দেওয়া হয়েছে ‘ অভয়া মঞ্চ ‘।

সোমবার দিন তৈরি হয় ৮০টি সংগঠন মিলে তৈরি করা হয় ‘অভয়া মঞ্চ’। তারপরই এই সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, তাদের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে। কী কী কর্মসূচির কথা ঘোষণা করা হলো?

আরজি করের নির্যাতিতার বিচারের মামলা সিবিআই -এর তত্ত্বাবধানে রয়েছে। সুপ্রিম কোর্টে চলছে শুনানি। সিবিআই- এর কাছে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার আর্জি জানানো হয়েছে অভয়া মঞ্চের পক্ষ থেকে। পাশাপাশি জানানো হয়েছে, অভয়ার বিচারের দাবিতে আগামী ৪ নভেম্বর, ‘অভয়া মঞ্চ’ এর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি। ৭ নভেম্বর ‘জনতার চার্জশিট’ কর্মসূচি।

‘অভয়া মঞ্চ’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতাতেই নয়, আরজি করের নির্যাতিতার বিচারের দাবি চেয়ে রাজ্যের দিকে চলবে বিক্ষোভ কর্মসূচি।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর, অর্থাৎ শনিবার, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর পক্ষ থেকে আরজি করের সেমিনার হলে ডাক দেওয়া হয় গণকনভেনশনের। সেখান থেকে তারা স্পষ্ট করে দেন আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলন আরও বৃহত্তর হবে। তারপরই তারা জানান, আগামী ৩০ অক্টোবর রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সিবিআই দফতর ও সিজিও কমপ্লেক্স পর্যন্ত মশাল মিছিল হবে।

অন্যদিকে, এরই মধ্যেই জুনিয়র চিকিৎসকদের মধ্যে গড়ে উঠেছে আরও একটি সংগঠন। যার নাম দেওয়া হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’। সেই সংগঠনের দাবি, তারাই প্রথম থেকে নির্যাতিতার বিচারের দাবি চেয়েছিল। কিন্তু কর্মবিরতির পথে তারা হাটতে চাননি। যার ফলে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে। ইতিমধ্যেই এই সংগঠনের পক্ষ থেকেও রাজ্যের মুখ্যসচিবকে ৮ দফা দাবিকে সামনে রেখে মেল পাঠানো হয়েছে।