ম্যানগ্রোভ গাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির নগেন্দ্রপুর পঞ্চায়েতের সীমা ঘাট এলাকায়। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রায় ১৫০ টনেরও বেশি ম্যানগ্রোভ উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত তৃণমূল নেতার নাম প্রদীপ মণ্ডল। তিনি নগেন্দ্রপুর অঞ্চল তৃণমূলের সম্পাদক। এলাকাবাসীর অভিযোগ, কয়েকদিন ধরে ঠাকুরান নদীর চরে নির্বিচারে ম্যানগ্রোভ কাটা হচ্ছিল। এরপর সেগুলি সীমা ঘাট এলাকার ফাঁকা জায়গায় জড়ো করে রাখা হয়েছিল। এলাকাবাসীর আরও অভিযোগ, দুর্গাপুজোর খরচ তুলতে ম্যানগ্রোভ কেটে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন প্রদীপ ও তাঁর দলবলেরা।
সোমবার কেটে রাখা ম্যানগ্রোভগুলি ইঞ্জিন ভ্যানে তুলে পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। বন দফতরের রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা স্থানীয় সীমা ঘাট থেকে সেই ইঞ্জিন ভ্যানটি আটক করে। বনদপ্তর জানিয়েছে, প্রায় ১৫০ টনেরও বেশি ম্যানগ্রোভ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কাটা ম্যানগ্রোভগুলি বাইন গাছ। অভিযুক্ত তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই। শুনেছি কেউ বা কারা পাচারের চেষ্টা করছে। কিন্তু গোটা বিষয় জানি না।’