• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কলকাতার বুকে উধাও ‘অভয়া’র প্রতীকী মূর্তি!

শ্যামপুকুর থানায় দায়ের মূর্তি চুরির অভিযোগ

অভয়া। প্রতীকী চিত্র

শহরের অন্যতম ব্যস্ত এলাকা শ্যামবাজার থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল ‘অভয়া’র প্রতীকী মূর্তি। এই ঘটনায় শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃবৃন্দ। অভিযোগ, মূর্তিটি চুরি হয়েছে।

সূত্রের খবর, শনিবার রাতে মূর্তিটি শেষবারের মতো দেখা গিয়েছিল, কিন্তু তারপর থেকে সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিবার সকালে ঘটনাটি নজরে আসতেই সংগঠনের তরফ থেকে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের ঘটনার পর কলকাতাজুড়ে বামপন্থী ছাত্র-যুবদের ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছিল। শ্যামবাজার মোড়ে ৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘অভয়া’র ধর্ষণ ও হত্যার একমাস পূর্তিতে অবস্থান বিক্ষোভ চলছিল। তখনই ওই মঞ্চের পাশে একটি প্রতীকী মূর্তি স্থাপন করা হয়। ডিওয়াইএফআই-এর জেলা নেতৃত্বের দাবি, আরজি কর ইস্যুতে চলা আন্দোলনের ভয় দেখেই মূর্তিটি সরানো হয়েছে। যদিও মূর্তি চুরির ঘটনাকে পরিকল্পিত বলেই দাবি তাঁদের।

অন্যদিকে, শ্যামপুকুর থানা অভিযোগ পাওয়ার পর এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।