• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৩৭০ ধারা নিয়ে কাশ্মীর বিধানসভায় আসছে বিশেষ প্রস্তাব 

নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলে। সেইমতো এবার  কাশ্মীর বিধানসভার প্রথম অধিবেশনেই ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ফিরিয়ে নেবেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা । জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা আগামী সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করেছেন । সেখানে স্পিকার নির্বাচন হওয়ার কথা । সেই অধিবেশনেই বিশেষ প্রস্তাব আনতে চাইছেন ওমর আবদুল্লা। ৮ নভেম্বর বসবে এই বিশেষ অধিবেশন । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেদিনই আনুষ্ঠানিকভাবে ৩৭০ ধারা বিলোপ করতে প্রস্তাব আনবে সরকার পক্ষ ।

নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলে। সেইমতো এবার  কাশ্মীর বিধানসভার প্রথম অধিবেশনেই ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ফিরিয়ে নেবেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা । জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা আগামী সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করেছেন । সেখানে স্পিকার নির্বাচন হওয়ার কথা । সেই অধিবেশনেই বিশেষ প্রস্তাব আনতে চাইছেন ওমর আবদুল্লা। ৮ নভেম্বর বসবে এই বিশেষ অধিবেশন । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেদিনই আনুষ্ঠানিকভাবে ৩৭০ ধারা বিলোপ করতে প্রস্তাব আনবে সরকার পক্ষ ।২০১৯ সালের ৫ আগস্ট  লোকসভায় ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পাস হয় । এর ৬ বছর পর  সিদ্ধান্ত বদলের পথে হাঁটতে চলেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, শাসক জোটের তরফে খোদ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজেই প্রস্তাব পেশ করবেন । এমনিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি আইন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন ওমর ।

এনসি-র এক নেতা এই প্রসঙ্গে কথা বলেন এক সংবাদমাধ্যমের সঙ্গে।  তিনি বলেন, ‘আমরা প্রথম অধিবেশনে ৩৭০ ধারা নিয়ে প্রস্তাব পাশ করতে দৃঢ়প্রতিজ্ঞ । আমরা কাউকে বিভ্রান্ত করছি না । আমরা আমাদের ইস্তেহার যা প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব ৷ বিধানসভায় আমাদের পেশ হওয়া প্রস্তাবটি ৩৭০ ধারা ফিরিয়ে আনার কথা বলবে ৷ কারণ, কেন্দ্রীয় সরকার শুধুই সংখ্যার বলে অসাংবিধানিভাবে ৩৭০ ধারা বিলোপ করেছিল ।

২০১৯ সালের আগস্ট মাসে লোকসভায় ৩৭০  ধারা বিলোপ করা সংক্রান্ত প্রস্তাব পাশ হয়  । সে সময় কাশ্মীরে কোনও বিধানসভা ছিল না । তার কয়েক বছর আগেই কাশ্মীরের শাসনভার চলে গিয়েছে রাজ্যপালের হাতে ।

এর  প্রায় ৫ বছর বাদে কাশ্মীরে নির্বাচন হয় । ক্ষমতায় আসে এনসি-কংগ্রেস জোট ।১৭ অক্টোবর প্রথম বৈঠকে বসে ওমরের মন্ত্রিসভার  । সেখানেই সিদ্ধান্ত হয় ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত একটি প্রস্তাব এনে ফিরিয়ে আনা হবে ।