• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শচীনের ৩০ বছরের পুরানো রেকর্ড ভাঙল শেফালি ভার্মা

ভারতের ১৫ বছরের কিশােরী শেফালি ভার্মা দেশের নবীনতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করে শচীন তেন্ডুলকরের ৩০ বছরের পুরানাে রেকর্ড ভেঙে দিলেন।

শেফালি ভার্মা (Photo: Twitter/@BCCIWomen)

ভারতের ১৫ বছরের কিশােরী শেফালি ভার্মা দেশের নবীনতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করে শচীন তেন্ডুলকরের ৩০ বছরের পুরানাে রেকর্ড ভেঙে দিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমে ৮৪ রানে জিতে যাওয়ায় পাঁচটি ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল।

সেফালি ৪৯ বলে ৭৩ রান করেছে। এটি ছিল সেফালির পঞ্চম টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। সেফালি ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকায়।

১৫ বছর ২৮৫ দিন বয়সে সেফালি অর্ধশতরানের ইনিংস খেলেছে। শচীন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম ৫০ রান পেয়েছিলেন ১৬ বছর ২১৪ দিন বয়সে।

হরিয়ানার কিশােরী শেফালি ও স্মৃতি মালধালা ওপেনিং জুটিতে ১৪৩ রান তুলেছে যেটা মেয়েদের টি-২০ ম্যাচে ভারতের সর্বোচ্চ রান।

টসে হেরে ব্যাট করতে নেমে ভারতে ৪ উইকেটে ১৮৫ রান করে। পাল্টা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১০১ রান করেছে।