• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

একাদশের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ১ ঘণ্টা এগোল সংসদ

দুপুর ৩টের বদলে এবার দুপুর ২টোয় পরীক্ষা শুরু হবে।

১ ঘণ্টা এগিয়ে এল একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। দুপুর ৩টের বদলে এবার দুপুর ২টোয় পরীক্ষা শুরু হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সময়সীমাও বেঁধে দিয়েছে সংসদ। অবশ্য একাদশ শ্রেণির পরীক্ষার সময় বদল করা হলেও, একই দিনে প্রথম অর্ধে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিতই থাকছে।

সূত্রের খবর, সেই সময় রোজা চলবে পাশাপাশি যে পড়ুয়ারা দূর-দূরান্ত থেকে স্কুলে আসছে, তাদের যাতে বাড়ি ফিরতে কোনও রকম অসুবিধার সম্মুখীন না-হতে হয়, সেই বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, দুপুর ৩টের পরিবর্তে দুপুর ২টোয় শুরু হবে। এ ছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, স্কুলগুলোকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা, ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।
একইসঙ্গে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে, বিষয়ভিত্তিক পরীক্ষাগুলি দু’ঘণ্টা করে নেওয়া হলেও, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিট হবে। দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হয়ে, ৩টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

এ প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘সেই সময় রোজা চলবে। পাশাপাশি দেরি করে পরীক্ষা শেষ হলে, যে পরীক্ষার্থীরা দূর থেকে আসছে, তাঁদের বাড়ি ফিরতে অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে একাদশ শ্রেণির ক্ষেত্রে এক ঘন্টা সময় এগিয়ে আনা হল।’

অন্যদিকে এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘আমরা সবাই সেমিস্টার পরীক্ষার সময় এগিয়ে আনার দাবি জানিয়েছিলাম। ৩ টের সময় পরীক্ষা শুরু করার বাস্তবসম্মত কোনও কারণ ছিল না। সেই দাবি অনুযায়ী সময় এগিয়ে নিয়ে আসার জন্য সংসদ সভাপতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা সংসদ সভাপতিকে বাংলা এবং ইংরেজির মতো বিষয়ের দীর্ঘ সিলেবাসের বদলে সময়ের মধ্যে শেষ করার মতো বাস্তবসম্মত সিলেবাসের জন্য পুনর্বিবেচনার দাবিও জানিয়েছি। দ্রুত এ দাবি মান্যতা পেলে, পড়ুয়াদেরই মঙ্গল হবে’

প্রসঙ্গত, এর আগে সংসদের তরফ থেকে একদশের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার যে রুটিন প্রকাশ করা হয়েছিল, সেখানে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। এবার সেই সময় পাল্টে দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে বিকেল ৪টে। অবশ্য একাদশ শ্রেণির পরীক্ষার সময় বদল করা হলেও, একই দিনে প্রথম অর্ধে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিতই থাকছে। সেক্ষেত্রে ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। দুপুর ১.১৫ মিনিটে শেষ হবে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা বাদে দুপুর ২টো থেকে নয়া রুটিন অনুযায়ী একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা নেওয়া হবে।