• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ইস্টবেঙ্গল ও বসুন্ধরার কাছে আজ ‘ডু অর ডাই’ ম্যাচ

অধিনায়ক তপু স্বীকার করেছেন, অস্কার ব্রুজো দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। উনি সবাইকে ভালো করে চেনেন এবং জানেন। কীরকম খেলতে পারে সেই সম্পর্কে তাঁর একটা বাড়তি সুবিধা রয়েছে। দু’দলেই বিদেশি কয়েকজন ফুটবলার রয়েছেন। সেই কারণে বিদেশিরাও চেষ্টা করবেন তাঁদের সেরা খেলা উপহার দিতে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভুটানের চ্যাম্পিয়ন দল পারো এফসি’র সঙ্গে। টানা আটটি ম্যাচ হেরে যাওয়ার পরে ওই ম্যাচ ড্র করলেও জয় অধরাই থেকে গেছে। তবে নতুন কোচ অস্কার ব্রুজো মনে করছেন, আধারের মেঘ কেটে যাবে। শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার ইস্টবেঙ্গলকে খেলতে হবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। বাংলাদেশের এই দলটিরও কোচ ছিলেন এই অস্কার ব্রুজো। সেই কারণে বসুন্ধরার খেলোয়াড়দের তাঁর সব চেনা আছে।

পাশাপাশি, তাঁদের খেলার স্টাইল সম্বন্ধেও দারুণভাবে ওয়াকিবহাল। ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটি অবশ্যই ডু অর ডাই ম্যাচ। অর্থাৎ জিততেই হবে, এই মানসিকতা নিয়ে দিমিত্রিয়াস ও ক্লেটন সিলভাদের মাঠে নামতে হবে। তবে বিপক্ষ বসুন্ধরা দল প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে হেরে গিয়েছে লেবাননের কাছে। বাংলাদেশের ক্লাবের অধিনায়ক তপু বর্মণ মনে করছেন, দু’দলের কাছেই এই ম্যাচটার রং একেবারেই অন্যরকম। যেমন বাংলাদেশের বসুন্ধরা জেতার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, তেমনই আবার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইস্টবেঙ্গলের কাছে জেতা ছাড়া কোনও পথ নেই।

বাংলাদেশের ক্লাবের থেকে একটু এগিয়ে থাকলেও কোচ অস্কার ব্রুজো মনে করছেন, প্রতিদ্বন্দ্বিতা চরম জায়গায় গিয়ে পৌঁছবে। এটা মনে রাখতে হবে, ‘এ’ গ্রুপ থেকে একটি মাত্র দল শেষ আটের খেলায় ছাড়পত্র পাবে। বাকি তিনটি দলের পয়েন্ট মিলিয়ে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। তাই মরিয়া হয়ে দুই দলের লড়াইটা এমন জায়গায় পৌঁছবে, তা নিয়ে আগাম কোনও সমীক্ষা করা সম্ভব হবে না। ইস্টবেঙ্গল তার সেরা খেলাটা উপহার দেওয়ার জন্য যেমন তৈরি রয়েছে, আবার বাংলাদেশের বসুন্ধরা দলও ফুটবল রণক্ষেত্র থেকে কোনওভাবেই হারের জন্য মাঠে নামবে না।

তবে অধিনায়ক তপু স্বীকার করেছেন, অস্কার ব্রুজো দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। উনি সবাইকে ভালো করে চেনেন এবং জানেন। কীরকম খেলতে পারে সেই সম্পর্কে তাঁর একটা বাড়তি সুবিধা রয়েছে। দু’দলেই বিদেশি কয়েকজন ফুটবলার রয়েছেন। সেই কারণে বিদেশিরাও চেষ্টা করবেন তাঁদের সেরা খেলা উপহার দিতে। বর্তমান বাংলাদেশের বসুন্ধরা দলের কোচ মিগুয়েল মনে করছেন, ইস্টবেঙ্গলকে চাপে রাখার জন্য সবরকম পরিকল্পনাকে সার্থক রূপ দেওয়ার জন্য ফুটবলাররাও তৈরি রয়েছেন। নিঃসন্দেহে বলা যায়, মঙ্গলবারের ম্যাচটা পাহাড়ের বুকে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।