‘দানা’ ঝাপটা আর বৃষ্টির কারণে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে রঞ্জি ট্রফি ক্রিকেটের বাংলা ও কেরলের ম্যাচটি শনিবার ভেস্তে যায়। কিন্তু রবিবার খেলার দ্বিতীয় দিনে সময় মতো শুরু করা সম্ভব হয়নি আউট ফিল্ড ভিজে থাকার কারণে। তারপরে দুপুর আড়াইটের সময় আম্পায়ার মাঠ পরিদর্শন করে খেলা শুরু করার কথা ঘোষণা করেন।
টসে জিতে বাংলা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই বাংলার ইশান কিশান দুরন্ত বল করতে থাকেন। কেরল দলের ব্যাটসম্যানরা কিশানের বলের ফ্লাইট না বুঝতে পেরে তাড়াতাড়ি আউট হয়ে যান। দিনের শেষে কেরল দল ৪ উইকেটে মাত্র ৫১ রান করেছে। ইশান কিশান একাই ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। আর অন্য উইকেটটি পান প্রদীপ্ত প্রামানিক। ৮ রান দিয়ে প্রদীপ্ত ১ টি উইকেট পান। বাংলার হয়ে অভনীল ঘোষ ও শুভম দে’র রঞ্জি ট্রফিতে অভিষেক হল। তাঁদের হাতে ‘ক্যাপ’ তুলে দেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ও ঋদ্ধিমান সাহা।
এদিকে মাত্র ১৫.১ ওভার বল করতে পেরেছে বাংলা। ইশান কিশানের বলে প্যাভেলিয়নে ফেরত যান রোহন কুন্নুম্মাল ২৩ রানে ও বাবা অপরাজিত শূন্য রানে। প্রদীপ্ত আউট করেন সারভাতেকে ৫ রানে। কেরল দল দিনের শেষে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেছে। ইউকেট রয়েছেন উইকেটরক্ষক শচীন বেবী ৪ রানে ও অক্ষয় চন্দ্রন ৯ রানে। এখন দেখবার বিষয় খেলার তৃতীয় দিনে কত তাড়াতাড়ি বাংলার বোলাররা কেরলকে কম রানে ফিরিয়ে দিতে পারেন কীনা?