• facebook
  • twitter
Monday, 25 November, 2024

হরিয়ানায় আচার্যকুলম প্রতিষ্ঠা : রামদেব

একশোগুন বড় একটি পতঞ্জলিকুলম খুব শিঘ্রই হরিয়ানায় প্রতিষ্ঠা করা হবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী এই পদক্ষেপের প্রশংসা করে জানান, যে এরকম একটি প্রকল্পে সম্পূর্ণ সহযোগিতা করবে হরিয়ানা সরকার।

পতঞ্জলি যোগপীঠ ইউনিভার্সিটির আচার্যকুলম প্রেক্ষাগৃহে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং যোগগুরু বাবা রামদেব।

রবিবার ১২তম আচার্যকুলম বার্ষিক উদযাপন ২০২৩ উৎযাপিত হল পতঞ্জলি যোগপীঠ ইউনিভার্সিটির আচার্যকুলম প্রেক্ষাগৃহে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং যোগগুরু বাবা রামদেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন বাবা রামদেব হরিয়ানায় আচার্যকুলম ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন।

তিনি বলেন, একশোগুন বড় একটি পতঞ্জলিকুলম খুব শিঘ্রই হরিয়ানায় প্রতিষ্ঠা করা হবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী এই পদক্ষেপের প্রশংসা করে জানান, যে এরকম একটি প্রকল্পে সম্পূর্ণ সহযোগিতা করবে হরিয়ানা সরকার। বাবা রামদেব বলেন, হরিয়ানায় আচার্যকুলম এবং গুরুকুলম খোলার স্বপ্ন ছিল তাঁর। এটি হরিদ্বারের আচার্যকুলমের চেয়েও আরও মহৎ এবং আয়তনে আরও বৃহদাকার হবে।

খুব শীঘ্রই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই আচার্যকলমে ১ লাখেরও বেশি শিশু শিক্ষা গ্রহণ করবে। এতে গুরুত্ব দেওয়া হবে চরিত্র গঠন ও জাতি গঠনের উপর। তিনি আশা প্রকাশ করেন এই হরিয়ানার এই আচার্যকুলম বিশ্বের একটি প্রধান শিক্ষাকেন্দ্র হয়ে উঠবে। এই অনুষ্ঠানে স্বামী রামদেব, স্বামী অবধেশানন্দ গিরি, অর্থমন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল, স্বামী রবীন্দ্রপুরী, স্বামী হরিচেতানন্দ এবং আরও অনেক সাধুজন ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।