• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য

বিস্তারিত সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। তিনি আরও জানান, দল কোনওভাবেই কোনও ব্যক্তির খারাপ আচরণের দায় নেবে না। এর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই।

সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। ফাইল চিত্র

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ সামনে আসতেই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিআইএম। রবিবার এক মহিলা সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় লাইভ করে জানান, সিপিএম নেতা তন্ময় তাঁকে হেনস্থা করেছেন। তিনি লাইভে বলেন, ‘চার বছর ধরে সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।’ যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। মহিলা সাংবাদিকের পোস্টটি শেয়ার করে ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এই ঘটনায় সিপিআইএম কোনও পদক্ষেপ করে কি না সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই মহিলা সাংবাদিক। এবার তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে ঘটনার নিন্দা জানাল সিপিআইএম।

রবিবার সাংবাদিক বৈঠক করে তন্ময়কে সাসপেন্ডের কথা ঘোষণা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘আমরা বিকেলেই খবরটা পেয়েছি। এক তরুণী সাংবাদিক তন্ময়ের আচরণে বিধ্বস্ত হয়েছেন। দল এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে সাংবাদিককে হেনস্থার শিকার হতে হয়েছে, দল কোনওভাবেই এমন ঘটনাকে সমর্থন করে না।’
এদিন লাইভ ভিডিও করে ওই সাংবাদিক বলেন, ‘আজ সকালে আমার অ্যাসাইনমেন্ট ছিল। চার বছর ধরে সাংবাদিকতা করছি। এমন ঘটনা আমার সঙ্গে হয়নি। আজ সকালে সিপিএম নেতার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। সেই মতো তাঁর কাছে যাই। এর আগেও ইয়ার্কির ছলে অনেক সময়ই উনি গায়ে হাত দিয়েছিলেন। হাতে হাত দিয়েছেন বা গায়ে হাত দিয়েছেন। কিন্তু আজ যখন আমার ক্যামেরা পার্সন ক্যামেরার ফ্রেম ঠিক করছিলেন তখন তন্ময়বাবু কোথায় বসব, কোথায় বসব বলে আমার কোলে বসে পড়েন। আমি বিষয়টাকে কোনওভাবে কন্ট্রোল করে নিয়ে ইন্টারভিউ নিই। কারণ এটাই আমার কাজ। মানসিকভাবে এত ইরিটেশন হচ্ছিল যে আমি এক্সপ্লেইন করতে পারব না। সমাজে এরকম মানুষ থাকেই। যারা পোটেনশিয়াল রেপিস্ট হয়। সব পুরুষ এমন নয়। পুরুষ জাতের মধ্যে এরকম কিছু কীট থাকে।’
তিনি আরও বলেন, ‘ইন্টারভিউ নেওয়ার আগে যখন উনি আমার কোলে বসে পড়েন আমি তখনই বলি, এরকম করবেন না। এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেছেন আমি মানছি, কিন্তু এরকম আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন। ক্যামেরাটা যদি তখন অন থাকত তাহলে ভালো হত।’
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য। তাঁর কথায়, ‘এই মেয়েটির সঙ্গেও আমি ইয়ার্কি ফাজলামি করেছি। এর আগে একাধিকবার এসেছে একাধিকবার ইয়ার্কি করেছি। একটু খ্যাপাই। বলি- কীরকম পছন্দ? সেদিন তো দেখলাম একজনের সঙ্গে ঘুরতে। সলমনের মতো দেখতে। এরকম অনেক ধরনের কথা আমি সব সময় বলি। আজকেও বলেছি।’ তিনি আরও বলেন, ‘আমি ওঁর কোলের ওপরে, বাঁ দিকের পায়ের ওপরে আঙুল রেখে বলেছি, এখানে? এখানে? এই নিয়ে ওঁর কথা শুনে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি এরকম একটা বাচ্চা মেয়েকে মা বলে ডাকি। সে এরকম অভিযোগ করল?’
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক মহিলা সাংবাদিক। ভাবতে লজ্জা লাগে এরাই ধর্ষণের বিরুদ্ধে পথে নেমেছিল। ছিঃ ছিঃ।’
এদিন সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম জানান, শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে। আজই তন্ময়কে সাসপেন্ড করা হচ্ছে। সোমবার বিস্তারিত সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। তিনি আরও জানান, দল কোনওভাবেই কোনও ব্যক্তির খারাপ আচরণের দায় নেবে না। এর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে সেই তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে।