• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

আরজি কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের নাম। তারপর থেকে আরও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে সিভিকদের বিরুদ্ধে।

আরজি কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের নাম। তারপর থেকে আরও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে সিভিকদের বিরুদ্ধে। সিভিক ইস্যুতে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। এই পরিস্থিতিতে সিভিক ভলান্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। প্রাথমিক ভাবে কলকাতা পুলিশ এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

লালবাজারের তরফে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সিভিক ভলান্টিয়ারদের ২১ দিনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। আগামী ৪ নভেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। প্রথম দফায় ১৬০ জন সিভিক ভলান্টিয়ারকে পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ধীরে ধীরে অন্যান্যদেরও এই ট্রেনিং দেওয়া হবে। লালবাজার সূত্রে খবর, প্রথম দফার ট্রেনিংয়ের জন্য ২৮ অক্টোবরের মধ্যে নাম জমা দিতে বলা হয়েছে থানাগুলিকে।

এদিকে কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বিশেষ এই প্রশিক্ষণ দেওয়া হলেও রাজ্য পুলিশ এলাকায় কর্মরতদের এই প্রশিক্ষণ দেওয়া হবে কি বা, বা দিলেও ঠিক কবে দেওয়া হবে, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, এই ২১ দিনের ট্রেনিংয়ে সিভিকদের আইনের খুঁটিনাটি বোঝানো হবে। পুলিশ মহলের আশা, সঠিক প্রশিক্ষণ পেলে সিভিকদের বিরুদ্ধে অভিযোগের বহর কিছুটা হলেও কমবে।