• facebook
  • twitter
Monday, 13 January, 2025

সাইবার প্রতারণার শিকার মীনাক্ষী

ম্প্রতি কিছুদিন ধরে তাঁর নামে খোলা একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

সাইবার প্রতারণার শিকার এবার রাজ্য সিপিআই(এম) নেতৃত্ব! শনিবার বিকেলে ই-মেল মারফৎ লালবাজারের সাইবার শাখায় এমনটাই অভিযোগ জানালেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক তথা সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

মীনাক্ষী মুখোপাধ্যায় যে অভিযোগ জানিয়েছেন তাতে বলা হয়েছে, সম্প্রতি কিছুদিন ধরে তাঁর নামে খোলা একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। যা তাঁর এবং তাঁর দলের ভাবমূর্তিকে নষ্ট করছে বলেও অভিযোগ। উল্লেখ্য, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নামে মোট তিনটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। যা তিনি নিজে ব্যবহার করেন। এদিন সাইবার শাখার অভিযোগপত্রে সেই তিনটি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও দিয়েছেন সিপিআই(এম) নেত্রী। একই সঙ্গে ভুয়ো অ্যাকাউন্টের লিঙ্ক তুলে ধরে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।