• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

বাবা সিদ্দিকী হত্যা মামলায় লুধিয়ানা থেকে গ্রেপ্তার আরও ১

বাবা সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার আরও একজন। লুধিয়ানার সুন্দর নগর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সুজিত সুশীল সিং। বাবা সিদ্দিকী হত্যা মামলায় এই নিয়ে মোট ১৫ জনকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই গ্রেপ্তার হওয়ার খবর জানান।  তিনি লেখেন, মুম্বই ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য এল।

বাবা সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার আরও একজন। লুধিয়ানার সুন্দর নগর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সুজিত সুশীল সিং। বাবা সিদ্দিকী হত্যা মামলায় এই নিয়ে মোট ১৫ জনকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই গ্রেপ্তার হওয়ার খবর জানান।  তিনি লেখেন, ‘মুম্বই ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য এল। বাবা সিদ্দিকীর মতো হাইপ্রোফাইল খুনের অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সুজিত সুশীল সিং মুম্বইয়ের বাসিন্দা।’ পোস্টার মাধ্যমে তিনি আরও জানান, ‘ধৃত সুজিত বাবা সিদ্দিকীকে হত্যার পরিকল্পনার কথা তিন দিন আগেই জানিয়েছিল অপর অভিযুক্ত নিতিন গৌতম সাপ্রেকে।তিনি লজিস্টিক সহায়তাও দিয়েছিলেন। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে মুম্বই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ধৃত সুজিতকে লুধিয়ানা থেকে মুম্বই নিয়ে এসেছে পুলিশ। তাকে জেরা করে এই হত্যা মামলায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলে অনুমান পুলিশের। অন্যদিকে বাবা সিদ্দিকী হত্যা মামলায় অপর এক অভিযুক্ত রাম ফুলচাঁদ কনৌজিয়ার বাড়ি থেকে অস্ত্র বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ। 
 
এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী আততায়ীর গুলিতে খুন হন দশেরার রাতে। বান্দ্রার খয়ের নগর এলাকায় তাঁকে খুব কাছ থেকে পরপর গুলি করে হত্যা করা হয়। তাঁকে লক্ষ্য করে মোট ৬ রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।