মহামিছিল, আমরণ অনশন, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, মেয়েদের রাত দখল – সব কিছুর পর এবার জুনিয়র চিকিৎসকদের গণ-কনভেনশন। আজ, শনিবার দুপুর ৩টে থেকে আরজি কর মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
গত সোমবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন ‘আমরণ অনশন’রত জুনিয়ার চিকিৎসকেরা। টানা ১৭ দিন ধরে ধর্মতলায় অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকদের একটি সংগঠন। ওই দিন নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ‘স্নায়ুযুদ্ধ’ দেখা গিয়েছে।
সেদিন নবান্নের বৈঠক থেকে ধর্মতলায় অনশনমঞ্চে ফেরার পরই ‘আমরণ অনশন’ তুলে নেওয়ার কথা জানান জুনিয়র চিকিৎসকেরা। পাশাপাশি, তারা ঘোষণা করেন, মঙ্গলবার যে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তাও প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তারপরই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে ডাক দেওয়া হয় গণ-কনভেনশনের।
তবে সেদিনই জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট করে দেন, অনশন তুলে নেওয়া হলেও ১০ দফা দাবিকে সামনে রেখে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ‘আমরণ অনশন’ তুলে নেওয়ার সময় পড়ুয়া চিকিৎসকেরা স্পষ্ট করে দেন, সরকারের চাপে নয়, প্রয়াত জুনিয়র চিকিৎসকের মা-বাবার অনুরোধেই আন্দোলন প্রত্যাহার করেন তাঁরা।
উল্লেখ্য, কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজেও কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল সেখানকার পড়ুয়া চিকিৎসকদের পক্ষ থেকে। তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। কনভেনশন বাতিল প্রসঙ্গে কল্যাণী মেডিক্যালের কর্তৃপক্ষদের পক্ষ থেকে দাবি করা হয়, ঘূর্ণিঝড় ‘দানা’র জন্য কনভেনশন বাতিল করা হয়েছে। দুর্যোগের মধ্যে কনভেনশন হলে অডিটোরিয়ামে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা ঘটে যেতে পারে।