• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

ভবানীপুরে রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

দক্ষিণ কলকাতার ভবানীপুরে জমা জলে পড়ে থাকা বিদ্যুতের তারে পা জড়িয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম - সৌরভ গুপ্ত। বয়স আনুমানিক ২৫।

টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতার একাধিক এলাকা। আর তার জেরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
দক্ষিণ কলকাতার ভবানীপুরে জমা জলে পড়ে থাকা বিদ্যুতের তারে পা জড়িয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম –
সৌরভ গুপ্ত। বয়স আনুমানিক ২৫। ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডের বাসিন্দা সৌরভ পেশায় ভুজিয়া বিক্রেতা
ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে জাস্টিস দ্বারকানাথ রোডের বাড়ি থেকে ব্যক্তিগত কাজের জন্য তিনি বাইরে
বেরোন। জল জমে থাকা ছিল রাস্তায়। সেই রাস্তার পাশের একটি দেওয়াল স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারাই
ভবানীপুর থানার খবর দেন। পুলিশ এসে ওই যুবককে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা
করেন। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এর আগেও কলকাতায় একাধিকবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। কখনও জমা জলে পড়ে থাকা তার থেকে
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। আবার কখনও ল্যাম্পপোস্টে ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ ওঠে। কলকাতা
পুরনিগমের আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী অবশ্য দাবি করেছেন, কলকাতা পুরসভার গাফিলতির
কারণে ওই যুবকের মৃত্যু হয়নি। দুর্ঘটনার পর সিইএসসি-র কর্মীরা দুর্ঘটনাস্থলে যান বলে জানিয়েছেন তিনি।

হাওড়াতেও জমা জল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে কাজ সেরে তাঁতিপাড়ার বাড়ি ফিরছিলেন গৌতম চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। রাস্তায় জল জমেছিল। সেই জমা জল থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। হাঁটুসমান জলে দীর্ঘক্ষণ পড়েছিলেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা গৌতমবাবুকে উদ্ধার করেন। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।