রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার হয়ে দুটি ম্যাচে অংশ নিতে চলেছেন মহম্মদ শামি। আসলে পুরোপুরি ফিট হয়ে শামি বোঝাতে চাইবেন অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে খেলবার জন্য তিনি প্রস্তুত। কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন মহম্মদ শামি এবং বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে কথাবার্তা বলেন। শামি নেটেও বল করেছিলেন এবং তাঁকে দেখে মনে হয়নি পুরোপুরি তিনি ফিট হয়েছেন। তবুও বাংলা দলে তাঁর নাম রাখা হয়েছিল।
কিন্তু প্রথম তিনটে ম্যাচে তাঁকে রাখা হয়নি। আশা করা যাচ্ছে কর্ণাটক এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুটি অ্যাওয়ে ম্যাচে মহম্মদ শামিকে বাংলার হয়ে বল করতে দেখা যাবে। তবে কর্ণাটকের ম্যাচের আগে বেঙ্গালুরুতে বাংলা দলের সঙ্গে যোগ দেবেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। তার পরেই ম্যাচ রয়েছে ইন্দোরে মধ্যপ্রদেশের বিপক্ষে। বাংলার কোচ লক্ষ্মীরতন আশা করছেন ওই দুটি ম্যাচে শামি খেললে দলের অবস্থান অনেকটাই বদলে যাবে।
ভারতীয় ক্রিকেট দলে শামিকে অত্যন্ত প্রয়োজন অস্ট্রেলিয়া সফরে। বিশ্বকাপ ক্রিকেটে যেভাবে শামি বল করে ভারতীয় দলকে ফাইনালে খেলবার জায়গা করে দিয়েছিলেন তা সবারই জানা আছে। বলতে দ্বিধা নেই ভারতের দ্রুতগামী বোলার হিসাবে পয়লা নম্বরে মহম্মদ শামির নামটা উঠে আসবে। এদিকে শামির বাংলা দলে খেলবার কথা জানতে পেরেই সতীর্থ ক্রিকেটাররা দারুন খুশি।