• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিঘা ও পুরীর সি বীচে পর্যটকদের ভিড়

পুরীতে সমুদ্র এখন শান্ত। কিন্তু আকাশের মুখ ভার। সেখানে দানার প্রভাবে এখন প্রবল বৃষ্টি হচ্ছে। আর সেই দৃশ্য দেখতে সমুদ্র উপকূলে পর্যটকরা ভিড় জমিয়েছে। অনেকে স্নান করতেও নেমে পড়েছেন।

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে মানুষকে নিরাপদে রাখতে সর্বদা সতর্ক বাংলা ও ওড়িশার প্রশাসন। বিশেষ করে সমুদ্র তীরে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। বাংলার দিঘা, শঙ্করপুর, মন্দারমনি সর্বত্র সি বিচে মানুষের আনাগোনা নিষেধ করা হয়েছে। একইভাবে সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার অন্তর্গত পুরীর সি-বিচেও। কারণ যেকোনও মুহূর্তে সমুদ্রের রূপ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তা সত্ত্বেও শুক্রবার সকালে ‘দানা’র ল্যান্ডফলের সময়ে দিঘা ও পুরীর সি বিচে কৌতূহলী পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

যদিও পুরীতে সমুদ্র এখন শান্ত। কিন্তু আকাশের মুখ ভার। সেখানে ‘দানা’র প্রভাবে এখন প্রবল বৃষ্টি হচ্ছে। আর সেই দৃশ্য দেখতে সমুদ্র উপকূলে পর্যটকরা ভিড় জমিয়েছে। অনেকে স্নান করতেও নেমে পড়েছেন। উপকূলরক্ষী বাহিনী ও সি বিচের নিরাপত্তা রক্ষীরা বার বার হুইসেল বাজিয়ে পর্যটকদের সতর্ক করছে। তাঁদেরকে সরে যেতে বলা হচ্ছে। কিন্তু তাঁরা কর্ণপাত করছেন না। তাঁরা সি-বিচ ছেড়ে যেতে চাইছেন না।

এদিকে দিঘা সমুদ্র সৈকতেও একই অবস্থা। সেখানেও পর্যটকরা ব্যাপকভাবে ভিড় জমিয়েছেন। এখানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ সি বিচে নেমে স্নান করার সাহস দেখাননি। সেজন্য উপকূলের রক্ষীরার সর্বদা সতর্ক দৃষ্টি রেখে চলেছেন।