• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দানার প্রভাবে বৃষ্টি নদিয়াতে, প্রস্তুত কল্যাণী পৌরসভার কাউন্সিলররা, তৈরি কুইক রেসপন্স টিম

ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে। নদিয়ার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। কখনও ঝমঝমিয়ে, কখনও আবার ঝিরিঝিরি।

ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে। নদিয়ার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। কখনও ঝমঝমিয়ে, কখনও আবার ঝিরিঝিরি। প্রস্তুত কল্যাণী পৌরসভার কাউন্সিলাররা।

বুধবার দুপুর থেকেই আকাশ মেঘলা। বৃষ্টিও হয়েছে কয়েক পশলা। দুপুরে, রাতে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও আকাশের মুখ ভার। কালো মেঘে ছেয়েছে আকাশ। বৃষ্টিও হয়েছে দফায় দফায়। দানার মোকাবিলায় এবার পথে নেমেছেন কল্যাণী পৌরসভার তৃণমূল কাউন্সিলাররা। সবরকম প্রস্তুতি নিয়েছেন তাঁরা। দিয়েছেন জরুরি ফোন নম্বরও।

কল্যাণী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা কল্যাণী পৌরসভার পৌর পারিষদ অরূপ মুখার্জি ঘূর্ণিঝড় দানার খবর কানে পৌঁছতেই নিয়ে রেখেছেন ব্যবস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। দেওয়া হয়েছে জরুরি ফোন নম্বর। কোনওরকম অসুবিধা হলেই পৌঁছে যাবে টিম।

অরূপ মুখার্জি বলেন, দানার প্রভাব শুরু হয়েছে। বৃষ্টি দফায় দফায় হচ্ছে। তবে ঝোড়ো হাওয়া নেই। এই দানার প্রভাবে গাছ বা গাছের ডাল যদি ভেঙে যায় দ্রুত তার ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ চলে গেলে তারও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে আমার ওয়ার্ডে ড্রেনগুলিতে যাতে জল না দাঁড়ায় তার জন্য আগে থেকেই ড্রেনগুলি পরিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, কারোর কোনও সমস্যা হলে আমাকে সরাসরি ফোন করতে পারেন। আমি নিজে পৌঁছে যাব।

একই বক্তব্য কল্যাণী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দেবাশিস হালদারের। তিনি বলেন, বুধবার থেকেই দেখছি দানার প্রভাব শুরু হয়েছে কল্যাণীতে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমার ওয়ার্ডে সবরকম ব্যবস্থা নিয়েছি। জনসাধারণের কোনও অসুবিধা হবে না। আমার ওয়ার্ডে একটি স্কুল রয়েছে। জল জমে গেলে বা কোনওরকম সমস্যা হলে স্কুলে বাসিন্দাদের রাখার ব্যবস্থা করা হয়েছে।

কুইক রেসপন্স টিম তৈরি করেছেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা কল্যাণী পৌরসভার পৌর পারিষদ সদস্যা নিবেদিতা বসু। তিনি বলেন, একটি টিম তৈরি করা হয়েছে। ওয়ার্ডের সদস্যদের নিয়ে এই টিম তৈরি করা হয়েছে। জনসাধারণের কোনও সমস্যা হলেই পৌঁছে যাবে টিমের সদস্যরা। কোনও সমস্যা হবে না।

দানার প্রভাবে বাসিন্দাদের জল ও বিদ্যুৎ পরিষেবা যাতে সঠিক থাকে তার ব্যবস্থা করে রেখেছেন কাউন্সিলাররা। কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা কল্যাণী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বলরাম মাঝি বলেন, ইতিমধ্যে দানার প্রভাব পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কল্যাণীতে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কল্যাণী পৌরসভা প্রস্তুত। দানার প্রভাব পড়লেও কল্যাণী শহরের বাসিন্দাদের পানীয় জলের কোনরকম কোনও সমস্যা হবে না। আমরা প্রস্তুত রয়েছি। কল্যাণী পৌরসভা এবং কাউন্সিলাররাও প্রস্তুত রয়েছেন।