মধুর প্রতিশোধ নিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনা ৪-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ দলকে। এখানে উল্লেখ করা যেতে পারে ২০২০সালে ১৪ আগস্ট বায়ার্ন মিউনিখ ৮-২গোলে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল। সেদিনটা ছিল বার্সেলোনার কাছে লজ্জার। সেই সময়ে স্পেনের এই ক্লাবের হয়ে খেলে ছিলেন তারকা ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। আর বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেন লেওয়ানডস্কি। কোচ ছিলেন হান্সি ফ্লিক। এখন দুজনেই বার্সেলোনায়। সেই কোচ ফ্লিকের হাত ধরে বার্সেলোনার শাপ মুক্তি ঘটল। বার্সেলোনা ৪-১ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে বদলা নিল। আর এই জয়ের দিনে রাফিনহার হ্যাটট্রিক সবার নজর কেড়ে নেয়।
ঘরের মাঠে এই খেলায় কোচ ফ্লিক তরুনদের নিয়ে দল গঠন করেন। তাদের গড় বয়স ২৪ বছর। একমাত্র লেওয়ানডক্সির বয়স ৩০ বছর। এক কথায় বলা যায় তরুনদের সাহসী ভূমিকার কাছে হার মানে বায়ার্ন দল। খেলার এক মিনিটের মাথায় বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা গোল করে। তবে ১৮ মিনিটে বায়ার্ন মিউনিখের হ্যারি কেন গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। খেলায় সমতা ফিরে আসার পরে বার্সেলোনার ফুটবলাররা গর্জে ওঠেন।
৩৬ মিনিটে লিওয়ানডক্সি গোল করে আবার বার্সেলোনাকে এগিয়ে দেন। আর তারপরে বার্সেলোনার রাফিনহার দাপটে বায়ার্ন মিউনিখের রক্ষণভাগ এলোমেলো হয়ে যায়। আবার রাফিনহা গোল করে বার্সেলোনার ব্যবধান বাড়িয়ে দেন। ৫৬ মিনিটে রাফিনহা গোল করে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। বার্সেলোনার এই জয় লিগ টেবলে অনেকটা এগিয়ে রাখল।
চ্যাম্পিয়ন্স লিগে ৯ বছর বাদে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় পেল বার্সেলোনা। অন্য খেলায় ম্যাঞ্চেস্টার সিটি ৫-০ গোলে জয় পেল স্পার্টা দলের বিপক্ষে। জোড়া গোল করেন আর্লিং হালান্ড।