• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ছাপিয়ে গেলেন অশ্বিন

টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৮০০ উইকেট পাওয়ার কৃতিত্ব রয়েছে শ্রীলঙ্কার মুরলিধরনের। দ্বিতীয় স্থানে প্রয়াত শ্যেন ওয়ার্নের। তিনি দখল করেন ৭০৮টি উইকেট। তৃতীয় স্থানে অবস্থান করছেন জেমস অ্যান্ডরসন। তাঁর দখলে ৭০৪টি উইকেট।

বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেইভাবে বোলিংয়ে নজর কাড়তে পারেননি। কিন্তু বাংলাদেশ সিরিজে দুরন্ত বোলিং করে সবার নজর কেড়েছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। আর এবারে পুণের মাঠে ছন্দে ফিরে আসেন অশ্বিন। বৃহস্পতিবার প্রথম দিনে দ্বিতীয় টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের তিনটি উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবের পরিবর্তে দলে আসেন ওয়াশিংটন সুন্দর। অশ্বিন ও সুন্দর দু’জনেই সফল। অশ্বিন যে গতিতে ছুটে চলেছেন, তাতে বর্ডার ও গাভাসকার ট্রফির আগেই অস্ট্রেলিয়ার তারকা নাথান লিয়ঁকে টপকে যাবেন, তা সত্যি হল।

পুণে টেস্টে দু’টি উইকেট নেয়োর পরে অশ্বিনের দাঁড়ায় ৫০০। ছুঁয়ে ফেলেন নাথানকে। ডেভন কনওয়ের উইকেটটি তুলে নেওয়ার পরেই অশ্বিন ছাপিয়ে যান নাথানকে। টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৮০০ উইকেট পাওয়ার কৃতিত্ব রয়েছে শ্রীলঙ্কার মুরলিধরনের। দ্বিতীয় স্থানে প্রয়াত শ্যেন ওয়ার্নের। তিনি দখল করেন ৭০৮টি উইকেট। তৃতীয় স্থানে অবস্থান করছেন জেমস অ্যান্ডরসন। তাঁর দখলে ৭০৪টি উইকেট। চতুর্থ স্থান ভারতের অনিল কুম্বলের। তাঁর দখলে রয়েছে ৬১৯টি উইকেট। রবিচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত ৫৩১টি উইকেট পেয়েছেন।