• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ফের বোমাতঙ্ক, কলকাতা বিমানবন্দরে ১১টি বিমানের জরুরি অবতরণ

এক্স বার্তায় পোস্ট করা হয়, 'এয়ারপোর্টের ভিতরে ও বিমানে বোমা রেখেছি। কেউ বেঁচে ফিরবে না। এটাই তোমাদের শেষ দিন বলে ধরে নাও।'

গত কয়েকদিন ধরেই একাধিক বিমানে বোমাতঙ্কের ভুয়ো খবরে তোলপাড় হয়েছে গোটা দেশ। প্রতিদিন বেশ কিছু বিমানে বোমাতঙ্কের জেরে নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা। বর্তমানে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে তটস্থ দেশের প্রায় সাতটি রাজ্যের মানুষ। ওড়িশা ও পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড, বিহার, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ় ও তামিলনাড়ুতে সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যেও বিমানে বোমা আতঙ্কবাদীদের বিরাম নেই। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্কের জেরে ১১টি বিমানের জরুরি অবতরণ করানো হয়।

জানা গিয়েছে, এক্স হ্যান্ডেলে দেওয়া এক হুমকির ভিত্তিতে এই বোমাতঙ্ক ছড়ায়। বলা হয়, বিমানে বোমা রাখা হয়েছে। এক্স বার্তায় পোস্ট করা হয়, ‘এয়ারপোর্টের ভিতরে ও বিমানে বোমা রেখেছি। কেউ বেঁচে ফিরবে না। এটাই তোমাদের শেষ দিন বলে ধরে নাও।’ এই খবর পেয়েই সতর্কতা হিসেবে কলকাতা বিমানবন্দরে ১১টি বিমানের জরুরি অবতরণ করানো হয়। এই ১১টি মধ্যে ইন্ডিগোর ৭টি, আকাশা-এর ১টি, স্পাইস জেটের ১টি ও অ্যালায়েন্স এয়ারের দুটি বিমান রয়েছে।

সেই বিমানগুলি ‘আইসোলেশন বে’-তে নিয়ে যাওয়া হয়। অবতরণের সঙ্গে সঙ্গে ছুটে যায় ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড সব কটি বিমানেই তল্লাশি চালায়। তড়িঘড়ি বিমানগুলিতে তল্লাশি শুরু হয়। এরপরেও থেকে যায় আতঙ্ক। সেজন্য এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিং-এও তল্লাশি চালানো হয়। তবে বিমানবন্দর সূত্রে পাওয়া খবর, তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ওই সব বিমানে।