• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বাংলাদেশের কাছে হেরে গেল ভারত

বাংলাদেশ ৩-১ গোলের ব্যবধানে ভারতকে উড়িয়ে দেয়। খেলার ১৮ মিনিটে আফেদা খন্দকারের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশ ২৯ মিনিটে গোলের ব্যবধান বাড়িয়ে নেয়।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারত অভিযান শুরু করেছিল দারুন ভাবে। প্রথম ম্যাচে ভারত জয় তুলে নিয়েছিল ৫-২ গোলের ব্যবধানে পাকিস্তানের বিরুদ্ধে। ওই খেলায় প্রথমার্ধেই ভারতীয় দল ৪ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ফলে সেমিফাইনালে খেলবার ছাড়পত্র এসেই গিয়েছিল।

পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি ড্র হওয়ায় ভারতের শেষ চারের খেলায় আর কোনও অসুবিধা থাকেনি। কিন্তু গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে অপ্রত্যাশিত ভাবে বাংলাদেশের কাছে হার মানতে হল ভারতকে। বাংলাদেশ ৩-১ গোলের ব্যবধানে ভারতকে উড়িয়ে দেয়।

খেলার ১৮ মিনিটে আফেদা খন্দকারের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশ ২৯ মিনিটে গোলের ব্যবধান বাড়িয়ে নেয়। গোল করেন তোহুরা খাতুন, ৪২ মিনিটের মাথায় তোহুরা আবার গোল করেন। খেলার প্রথামার্ধেই গোলের ব্যবধান কমান ভারতের তারকা ফুটবলার বালাদেবী। দ্বিতীয় পর্বে ফলাফলে কোনও পরিবর্তন হয়নি। ভারত বাংলাদেশের কাছে হেরে গেলেও শেষ চারের খেলায় কোনও অসুবিধা নেই। সেমিফাইনালে বাংলাদেশও পৌঁছে গেল। ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে যায়।