• facebook
  • twitter
Wednesday, 23 October, 2024

‘দানা’ র প্রভাবে বৃষ্টি পূর্ব বর্ধমানে, চিন্তায় চাষি ও প্রতিমা শিল্পীরা

আবহাওয়া দপ্তরের তালিকায় না থাকলেও ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বৃষ্টি শুরু হলো। কালো মেঘ দেখা দেয়।

আবহাওয়া দপ্তরের তালিকায় না থাকলেও ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বৃষ্টি শুরু হলো। বুধবার বেলা বাড়তেই আকাশে কালো মেঘ দেখা দেয়। শহর বর্ধমান সহ সব জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টি হয়। এদিকে বৃষ্টি শুরু হওয়াতে কৃষি প্রধান পূর্ব বর্ধমান জেলার চাষিরা আশঙ্কায় পড়েছেন। চাষিরা বলেন, এই সময়ে ভারি বর্ষণ হলেই পাকা ধানে মই চলার মতো অবস্থা হবে। কারণ ধান প্রায় পাকা অবস্থায় আছে। এই অবস্থায় ভয়াবহ ক্ষতির সম্ভাবনা আছে বলে দাবি। জমি থেকে ধান কেটে ঘরে তোলাও সম্ভব নয়। অন্যদিকে সামনে কালীপুজো থাকায় প্রতিমা শিল্পীরাও নতুন করে সংকটে পড়েছেন। হাতে আর এক সপ্তাহ সময় নেই।যুদ্ধকালীন তৎপরতায় কালী প্রতিমা গড়ার কাজে বেশ কিছুটা বাধা পড়লো বলে জানান মৃত শিল্পীরা। কুমোর পাড়ায় মাটির প্রদীপ তৈরির কাজও থমকে গেছে। প্রতিমা ও প্রদীপ পলিথিন দিয়ে ঢেকে কোনওরকমে সেগুলোকে টিকিয়ে রাখতে হিমসিম খাচ্ছেন তাঁরা। জানা গেছে এদিন কালনা, কাটোয়া, খন্ডঘোষ,গলসি,রায়না,মেমারি মোটামুটি ভাবে সব এলাকায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল হালকা ঝড়ো হাওয়া। তবে বড়ো কোন ক্ষয়ক্ষতির খবর মেলে নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও সমস্যা হলে মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।