ফোন করে প্রথমে বলা হল, আকাশ পথে হাইজ্যাক করা হবে বিমান। সোমবার কলকাতা বিমানবন্দরে এমন ফোন আসতেই শুরু হয়েছিল হুলুস্থূল। কিছুক্ষণ পরেই ফের আসে ফোন। তা ধরতেই ফোনের ওপাশ থেকে বলা হল বিমানবন্দরে রাখা রয়েছে হাইড্রোজেন বোমা! যা বিস্ফোরণ ঘটলেও নিমেষে মাটিতে মিশে যাবে আস্ত বিমানবন্দর। সোমবার সকাল এগারোটা নগদ এই ফোনকে ঘিরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে। তড়িঘড়ি জারি করা হয় হাই অ্যালার্ট। খবর দেওয়া হয় নেতাজি সুভাষ বিমানবন্দর সংলগ্ন বিমানবন্দর থানায়।
ততক্ষণে একদিকে বিমান হাইজ্যাক এবং অন্যদিকে বোমাতঙ্ক, জোড়া ফলায় বিমানবন্দর কর্তৃপক্ষ শুরু করে দিয়েছিল মিটিং। একই সঙ্গে ফোন করা হয় পুলিশের উচ্চমহলেও। যদিও শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি বিমানবন্দর চত্বরে। তদন্তে নেমে আধিকারিকদের প্রাথমিক অনুমান, শুধু মাত্র আতঙ্কের পরিস্থিতি তৈরি করার জন্যই ফোন করা হয়েছিল। তবে কোথা থেকে বা কারা এই ফোন করেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও বার কয়েক কলকাতা বিমানবন্দরসহ একাধিক দর্শনীয় স্থান বোম মেরে উড়িয়ে দেওয়ার কথা জানিয়ে মেইল করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই রকম কোনও দুর্ঘটনা ঘটেনি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, ভুয়ো মেইল আইডি তৈরি করে দেশের বাইরে থেকে ছড়ানো হয়েছিল আতঙ্ক।