৪ অক্টোবর জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাশয় থেকে ৯ বছরের এক নাবালিকার দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তারপরেও ওঠে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে ওই নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই সময় পুলিশের দ্বারস্থ হলে তারা এফআইআর নিতে চায়নি বলে অভিযোগ। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করলে নাবালিকার প্রাণ বাঁচানো যেত বলে মনে করছেন পরিবার সহ স্থানীয়রা।পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এলাকায় বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ফাঁড়িতেও আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা।
একটি পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন। তিন মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজার বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘যারা দোষ করবে তাঁদের কড়া শাস্তি হবেই। রাজ্যে ইতিমধ্যে ৩টি ফাঁসির সাজা হয়েছে। আমি চাই জয়নগরের ঘটনাতেও আগামী ৩ মাসের মধ্যে আদালত ফাঁসির অর্ডার দেবে।’