• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফরাক্কায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের

গণপিটুনির খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় করিমকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  

মুর্শিদাবাদের ফরাক্কায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম করিম শেখ। তাঁর বয়স ২৭ বছর। জানা গিয়েছে, এলাকায় কয়েকদিন ধরেই চুরির ঘটনা ঘটছিল। এ নিয়ে সকলেই খুব চিন্তিত ছিলেন। রবিবার ভোর ৪টে নাগাদ গোপালনগরের একটি বাড়িতে ঢুকে চুরি করার অভিযোগ উঠেছিল করিমের বিরুদ্ধে। সেই সময় প্রতিবেশীরা তাঁকে হাতে নাতে ধরে ফেলে বলে খবর। তারপর গণপিটুনি দেয়। এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘এ রকম একটা ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েছে কি না খোঁজ নিয়ে দেখছি।’ যদিও করিমের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবারের সদস্যরা।

মৃত করিম শেখের বাড়ি ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের মধ্য মহাদেবনগর এলাকায়। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গিয়েছে। গণপিটুনির খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় করিমকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  মৃতের আত্মীয় জব্বর শেখ বলেন, ‘আমার ভাইপো কখনও চুরি করতে পারে না। যদি তেমন ঘটনা ঘটেও থাকে, তার জন্য আইন আছে। বিনা বিচারে এ ভাবে কাউকে পিটিয়ে মারা উচিত হয়নি। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’